রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
কোরবানি ঈদের আর মাত্র এক দিন বাকি।ঈদের দিনের প্রথম পর্ব নামাজে যাওয়ার প্রস্তুতিটা তো পরিপাটি হওয়া চাই।
পাঞ্জাবির সঙ্গে মাথায় টুপি না হলে কি চলে! বাজার ঘুরে ঈদের নতুন পোশাকের সঙ্গে তাই নেওয়া চাই পছন্দসই টুপি।
এজন্য কামারখন্দে জামতৈল বাজারের ফুটপাতে। বিভিন্ন রং ও বাহারি নকশার দেশি–বিদেশি একেকটি টুপি পাওয়া যাচ্ছে।
১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই। পাকিস্তানি সুলতানি টুপি প্রায় ২০০ থেকে ২৫০ টাকা, জিন্নাহ টুপি প্রায় ২০০ থেকে ৩২০ টাকা। এ ছাড়া ইসমাইল ক্যাপ,আলফরহাদ,রাজধানী, সৌদি ইত্যাদি ।
গোল হাজি টুপি পাওয়া যায় ৫০ থেকে ১৩০ টাকা। জরির কাজ করা ও বিভিন্ন ফুল-পাতার নকশা আঁকা বাচ্চাদের টুপি পাওয়া যায় ৫০ থেকে ১০০ টাকা। পাশাপাশি দেশি-বিদেশি আতর গোলেলাইল,ফেরদৌস জিয়াসমিন পাওয়া যায়।
এছাড়াও সবনিম্ন ১৫টাকায় পাতলা টুপি পাওয়া যায় যেটা সহজেই ভাঁজ করে রাখা যায় পকেটে। জামতৈল বাজারের এক টুপি বিক্রেতা মুক্তক্যাম্পাস জানান, এবারের ঈদ যেহেতু গরম আবহাওয়ায় পড়েছে, তাই দেশি জালি টুপির চাহিদাই থাকবে বেশি পাশাপাশি দেশিয় আতর।